আমাদের কোর্সসমূহে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। কর্তৃপক্ষ নির্দিষ্ট যোগ্যতা যাচাইয়ের ভিত্তিতে ভর্তি গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
২. পেমেন্ট ও ফি
কোনো কোর্স বা সেবার জন্য নির্ধারিত ফি অনলাইন পেমেন্ট, বিকাশ/নগদ বা ব্যাংকের মাধ্যমে গ্রহণ করা হয়। একবার পেমেন্ট সম্পন্ন হলে তা সাধারণত ফেরতযোগ্য নয়, তবে বিশেষ পরিস্থিতিতে কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে।
৩. স্বীকৃতি ও অনুমোদন
আমাদের কোর্স ও সনদপত্রগুলো নির্দিষ্ট ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ও দাওরায়ে হাদীসভিত্তিক কারিকুলামের আলোকে গৃহীত। তবে সরকার কর্তৃক স্বীকৃতি থাকলে তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
৪. ইলেকট্রনিক যোগাযোগ
আপনি যখন আমাদের সাইট ব্যবহার করেন, ফর্ম পূরণ করেন বা ইমেইল করেন, তখন আমরা আপনার সঙ্গে ইলেকট্রনিক উপায়ে যোগাযোগ করতে পারি। এতে আপনি আমাদের কাছ থেকে ইমেইল, এসএমএস বা ইন-অ্যাপ নোটিফিকেশন পেতে সম্মত হচ্ছেন।
৫. কপিরাইট নীতিমালা
ওয়েবসাইটে থাকা সকল লেখা, অডিও, ভিডিও, গ্রাফিক্স ও কোর্স মেটেরিয়াল আমাদের সম্পত্তি। এগুলো আমাদের অনুমতি ছাড়া কপি, বিতরণ, বিক্রি বা প্রকাশ করা যাবে না।
৬. ট্রেডমার্ক
ওয়েবসাইটের লোগো, নাম, স্লোগান ইত্যাদি আমাদের রেজিস্টারকৃত বা প্রতিষ্ঠিত ট্রেডমার্ক, যা কোনোভাবেই অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
৭. লাইসেন্স ও প্রবেশাধিকার
আপনি এই সাইট ব্যবহারের জন্য সীমিত, অ-হস্তান্তরযোগ্য একটি লাইসেন্স পাচ্ছেন। তবে এর অপব্যবহার, হ্যাকিং, অটোমেটেড অ্যাক্সেস বা ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত করে এমন কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
৮. ক্ষতির ঝুঁকি
আপনার ব্যবহৃত ডিভাইসে ভাইরাস, নেটওয়ার্ক সমস্যা, বা অন্য প্রযুক্তিগত কারণে যদি কোনো কনটেন্ট লোড না হয় বা ডাউনলোড হারিয়ে যায়, তার দায়ভার ব্যবহারকারীর নিজের।
৯. শিক্ষার্থী রেকর্ড
শিক্ষার্থীদের তথ্য, রেজাল্ট, সার্টিফিকেট ও অন্যান্য তথ্য আমাদের সার্ভারে নিরাপদে সংরক্ষিত থাকবে। ব্যক্তিগত তথ্য কোনোভাবেই তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হবে না, যথাযথ আইনগত বাধ্যবাধকতা ব্যতীত।
১০. সদস্যতা বাতিল
কোনো ব্যবহারকারী যদি আমাদের নীতিমালা লঙ্ঘন করেন, তবে তার অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
১১. ব্যবহারের শর্তাবলিতে পরিবর্তন
আমরা যেকোনো সময় এই শর্তাবলিতে পরিবর্তন করতে পারি। পরিবর্তনের ক্ষেত্রে ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে, এবং প্রয়োজনে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
১২. বিরোধ নিষ্পত্তি
ওয়েবসাইটের মাধ্যমে কোনো বিরোধ সৃষ্টি হলে তা প্রথমে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। প্রয়োজনে স্থানীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।
এই শর্তাবলী ব্যবহারকারী ও ওয়েবসাইট কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তির রূপে বিবেচিত হবে।