আপনার অনুভূতি জানিয়ে দিন সবাইকে

মতামতসমূহ

শিক্ষার্থী হিসেবে অনুভূতি।

September 10, 2025

আলহামদুলিল্লাহ অনলাইন জগতে নির্দিষ্ট কোনো কোর্স আমার করা হয়নি।আমি বিভিন্ন এপস ও শিক্ষকদের ভিডিও দেখে তাজবিদ এর আংশিক নিয়ম শিখেছি।

তারপর যখন বারিয়াহ বিনতে আতিয়ার ভাবির সাথে আমার প্রথম কথা হয় তখন তাজবিদ নিয়ে কথা হয়েছিল। তারপর “কোরআনের শব্দচর্চা” কোর্সটি চালু হলে ভাবি আমাকে সেখানে যুক্ত করে দেন।আলহামদুলিল্লাহ ছয়মাসের কোর্স এর মধ্যে চারমাস যুক্ত থাকতে পেরেছি তারপর অসুস্থতার জন্য বন্ধ করে দেই।কিন্তু আলহামদুলিল্লাহ এই চারপাশে আমি অনেক নতুন কিছু শিখেছি যা আগে জানাই ছিলো না আমার।তারমধ্যে সিফাত এর বিষয়টি অন্যতম।সিফাত সম্পর্কে একদম সামান্য ধারণা ছিল কিন্তু কোরআনের শব্দ চর্চা বইয়ে তাজবিদ এর পাশাপাশি সিফাত নিয়েও এত গভীর ভাবে ব্যাক্ষা করা হয়েছে যা সত্যি অসাধারণ।তাছাড়া সব উস্তাযাদের পড়াগুলো বুঝানোর ধরন খুবই সুন্দর ও সাবলীল তারমধ্যে আমার সবচেয়ে প্রিয় উস্তাযা বারিয়াহ বিনতে আতিয়ার ভাবি।ভাবির পড়া নেওয়া এবং পড়ানো দুইটা জিনিস আমার কাছে বেশি সহজ লাগতো সবসময়।তবে দুঃখের বিষয় এতবড় সুযোগ পেয়েও কোর্সটি শেষ করতে পারিনি। তবে ইনশাআল্লাহ ইনবাত দিয়ে আমি তাজবিদ শুরু করেছি ইনবাত থেকেই শেষ করবো।আল্লাহ ইনবাতকে আরও এগিয়ে নিয়ে যাক এটাই দোয়া রইলো।

কুলসুমা বিনতে দেলোয়ার

আপনি কি কিছু খুঁজছেন?

Scroll to Top