ইনবাত বিশ্বাস করে যে, জ্ঞান সবার অধিকার। তাই আমরা চেষ্টা করি যেন আর্থিক সীমাবদ্ধতা কখনোই শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। নিচে আমাদের কিস্তি ও স্কলারশিপ সংক্রান্ত নীতিমালা তুলে ধরা হলো:
১. সর্বনিম্ন ফি নির্ধারণের প্রয়াস
ইনবাত সকল শ্রেণির শিক্ষার্থীর কাছে জ্ঞানের আলো পৌঁছে দিতে চায়। সে লক্ষ্যেই প্রতিটি কোর্সের জন্য সর্বনিম্ন ফি নির্ধারণের চেষ্টা করা হয়, যাতে গুণগত মান বজায় রেখেও ব্যয়সাধ্য না হয়।
২. কিস্তিতে ফি পরিশোধের সুযোগ
যদি কেউ আর্থিক সমস্যায় ভুগেন, এবং তা প্রমাণপত্রসহ যথাযথভাবে উপস্থাপন করেন, তাহলে ইনবাত কর্তৃপক্ষের অনুমোদনে কিস্তিতে ফি পরিশোধের সুযোগ প্রদান করা হয়।
৩. আর্থিক ছাড়/ছুট
যদি কোনো শিক্ষার্থী একেবারে আর্থিকভাবে অক্ষম হন, তবে তিনি ইনবাতের নিকট তার অবস্থা ও প্রমাণ তুলে ধরলে, আংশিক বা সম্পূর্ণ ফি ছাড়ের সুযোগ পেতে পারেন।
৪. ফলাফলের ভিত্তিতে স্কলারশিপ
ইনবাতের পূর্ববর্তী কোর্সসমূহে যারা ভালো ফলাফল অর্জন করেছেন, তারা পরবর্তী কোর্সে সম্পূর্ণ বা আংশিক স্কলারশিপ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন। স্কলারশিপ মূলত মেধার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
কিস্তি ও ছাড়ের বিশেষ শর্তাবলী:
৫. ফি ছাড় ইনবাতের পাওনা হিসেবেই গণ্য হবে
যদি কেউ ফি ছাড় পান এবং কোর্স সম্পূর্ণ করেন, তাহলে উক্ত ছাড় কার্যকর থাকবে। কিন্তু যদি কেউ কোর্স অসম্পূর্ণ রেখেই পড়া বন্ধ করে দেন, তাহলে ইনবাত উক্ত ছাড়কৃত অর্থকে পূর্ণ ফি হিসেবে পুনরুদ্ধারের অধিকার রাখে, এবং শিক্ষার্থীকে ফিরত বাকি অর্থ প্রদান করতে হবে।
৬. কিস্তির সব কিস্তি পরিশোধ বাধ্যতামূলক
যদি কেউ কিস্তিতে ভর্তি হন, তাহলে কোর্স সম্পূর্ণ হোক বা না হোক — সব কিস্তি নির্ধারিত সময় অনুযায়ী পরিশোধ করতে বাধ্য থাকবেন।
ইনবাত সবসময় চেষ্টা করে জ্ঞান অর্জনের পথ সহজ করতে, তবে এর পাশাপাশি শিক্ষার্থীর প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতাও গুরুত্বপূর্ণ। অতএব, কিস্তি বা স্কলারশিপ গ্রহণের আগে শিক্ষার্থীকে এই নীতিমালার প্রতি সম্মত হতে হবে।