প্রায় জিজ্ঞাসিত প্রশ্নাবলি
ইনবাত গ্রুপ কী ধরনের প্রতিষ্ঠান?
ইনবাত গ্রুপ একটি ইসলামিক মাল্টি-ডিভিশন প্ল্যাটফর্ম যা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রকাশনা ও কুরআন প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প পরিচালনা করে।
ইনবাত গ্রুপে কোন কোন বিভাগ রয়েছে?
১) ইনবাত এডুকেশন, ২) ইনবাত হিলিং, ৩) ইনবাত পাবলিকেশন, ৪) তারতীল প্রজেক্ট।
ইনবাত এডুকেশন কী?
ইনবাত এডুকেশন একটি অনলাইন ইসলামিক শিক্ষাপ্ল্যাটফর্ম, যেখানে তাজউইদ, হিফজ, ফিকহ, আকীদা ও অন্যান্য দরকারি দ্বীনি শিক্ষা সহজভাবে শেখানো হয়।
কোর্সগুলো কারা পরিচালনা করেন?
প্রশিক্ষিত উস্তায ও উস্তাযাহগণ বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাদান করেন—প্রাথমিক, মধ্যম ও উচ্চস্তরে।
কোর্সগুলো কীভাবে হয়?
লাইভ ক্লাস, রেকর্ডেড সেলফ-পেসড কোর্স এবং এক-টু-ওয়ান শিক্ষকের সঙ্গে কোর্স—এই তিন ধরনের কোর্স চালু আছে।
ভর্তি কীভাবে হয়?
প্রতিটি কোর্সের পেজে বিস্তারিত ভর্তি ফর্ম ও নির্দেশনা দেওয়া থাকে। নির্দিষ্ট সময়ে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়।
পেমেন্ট বা কিস্তির সুযোগ আছে কি?
হ্যাঁ, কিছু কোর্সে কিস্তিতে পরিশোধ ও স্কলারশিপের সুবিধা রয়েছে।
কোর্স সম্পন্নের পর কি সার্টিফিকেট দেওয়া হয়?
হ্যাঁ, নির্দিষ্ট কোর্স সম্পন্নের পর সার্টিফিকেট ও পুরস্কার দেওয়া হয়।
শিক্ষার্থী বিষয়ক যোগাযোগের জন্য আলাদা টিম আছে কি?
হ্যাঁ, Student Services টিম শিক্ষার্থীদের সার্বিক সহায়তা ও প্রশ্নোত্তর পরিচালনা করে।
পেমেন্ট বা কিস্তির সুযোগ আছে কি?
হ্যাঁ, কিছু কোর্সে কিস্তিতে পরিশোধ ও স্কলারশিপের সুবিধা রয়েছে।
ইজাযাহ প্রোগ্রাম কারা নিতে পারে?
যারা উচ্চতর তাজউইদ জানেন এবং ধারাবাহিকভাবে খতম করতে পারেন, তারা ইজাযাহর জন্য আবেদন করতে পারেন।
ইজাযাহ কত স্তরের মধ্যে দেওয়া হয়?
উস্তাযের সনদের গভীরতা অনুযায়ী ৩টি স্তরে ইজাযাহ প্রদান করা হয়।
ইনবাত হিলিং কী ধরনের সেবা দেয়?
রুকইয়াহ, হিজামা ও ইসলামিক সাইকোলজিক্যাল কাউন্সেলিং—এই তিন ধরনের সুন্নাহভিত্তিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
হিজামা কারা করাতে পারেন?
শারীরিক ক্লান্তি, ব্লাড সার্কুলেশন সমস্যা কিংবা সুন্নাহ পালনকারী যে কেউ নির্ধারিত সময় অনুযায়ী হিজামা করাতে পারেন।
কাউন্সেলিং কীভাবে হয়?
ইসলামি আদর্শে প্রশিক্ষিত কাউন্সেলরদের মাধ্যমে অনলাইন-অফলাইন সেশন পরিচালিত হয়।
ইনবাত পাবলিকেশন কী কাজ করে?
ইসলামিক বই প্রকাশ, সম্পাদনা ও বিতরণ করে। বিশুদ্ধ আকীদা ও সহিহ সূত্রভিত্তিক বই ছাপানোই তাদের লক্ষ্য।
ইনবাত গ্রুপের চ্যারিটি কার্যক্রম আছে কি?
হ্যাঁ, বিভিন্ন কোর্সে স্কলারশিপ, দুঃস্থদের সহায়তা ও ওয়াকফ ভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়।
কিভাবে ইনবাত গ্রুপের সাথে যুক্ত হওয়া যায়?
ছাত্র, শিক্ষক, ভলান্টিয়ার বা দাতা হিসেবে ইনবাতের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে যোগাযোগ করে যুক্ত হওয়া যায়।