
উস্তাযাহ জান্নাতুল মাওয়া
ইনবাত এডুকেশনের সাথে সম্পর্ক
উস্তাযাহ জান্নাতুল মাওয়া ইনবাতের একজন পুরনো ত্বালিবাহ। তিনি উস্তায আব্দুল্লাহ ইবনে জাফর (হাফি) এর নিকট থেকে সরাসরি ইজাযাহ ও সনদ লাভ করেছেন। বর্তমানে তিনি ইনবাত এডুকেশনের প্রধান ব্যবস্থাপক, তাজউইদ বিভাগের পরিচালিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইনবাতের বিভিন্ন কোর্সে উস্তাযাহ হিসেবেও যুক্ত আছেন।
প্রধান ব্যবস্থাপক
তাজউইদ বিভাগের পরিচালিকা
উস্তাযাহ
শিক্ষাগত যোগ্যতা
তিনি একাধিক উস্তায-উস্তাযাহ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বীনের গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেছেন। বিশেষত, তাজউইদ সম্পর্কিত বিষয়ে একাধিক উস্তায ও উস্তাযাহর তত্ত্বাবধানে তিনি গভীরভাবে অধ্যয়ন করেছেন। তার কুরআনের হিফয চলমান রয়েছে। এছাড়া তিনি ইসলামিক স্টাডিজ (যাদ একাডেমি), উলুমূল কুরআন, আক্বীদাহ, সিরাহ, ইলম অর্জনের আদব, পাশ্চাত্যবাদ ও চিন্তাবিনির্মাণ ইত্যাদি নিয়েও পড়াশোনা করেছেন।
সাধারণ শিক্ষার ক্ষেত্রে তিনি অনার্স ৩য় বর্ষ পর্যন্ত পড়াশোনা শেষে জেনারেল স্টাডিজ থেকে সম্পূর্ণভাবে সরে আসেন। বর্তমানে তিনি IOU (International Open University)-তে আরবী ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক অধ্যয়ন করছেন।
পারদর্শিতার ক্ষেত্র
-
তাজউইদুল কুরআন
-
মানযুমাহ
-
আরবী ভাষা
উস্তাযাহ জান্নাতুল মাওয়া বিভিন্ন মাধ্যম থেকে বিস্তারিত ও গভীরভাবে তাজউইদ সম্পৃক্ত জ্ঞান অর্জন করেছেন। উস্তায আব্দুল্লাহ ইবন জাফর (হাফি) এর নিকট থেকে হাফস আন আসিম রিওয়াইয়াতে সনদও লাভ করেছেন। এছাড়া শাইখা মারওয়া খাত্তাব (হাফি) এর নিকট ক্বিরাআত আশারা সুগরা নিয়ে অধ্যয়ন করছেন। শু’বা ও ক্বালুনের উসুল, হাফসের ৫২ ত্বুরুক্ব, ওয়াকফ-ইবতিদা-রসম ও দ্ববতুল কুরআন, বাইয়ানুল মুফীদ, ক্বাইদাহ ফাতহিয়্যাহ ইত্যাদি অধ্যয়ন করেছেন। এছাড়া তিনি ১৫+ শিক্ষকের কাছে পূর্ণ অথবা আংশিক কুরআন তিলাওয়াত শুনিয়েছেন।
কুরআন-হাদিস-সীরাহ রিলেটেড একাধিক মানযুমাহ ও মূতন নিয়েও তিনি অধ্যয়ন করেছেন। এর মাঝে উল্লেখযোগ্য- তুহফাতুল আত্বফাল, মুক্বদ্দিমাতুল জাযারিয়্যাহ, মানযুমাতুল খ্বকানিয়্যাহ।
তিনি একাধিক প্রতিষ্ঠান থেকে আরবি ভাষা ওপর শিক্ষা অর্জন করেছেন এবং এই ধারা এখনও চলমান।
পারদর্শিতার ক্ষেত্র
-
তাজউইদুল কুরআন
-
মানযুমাহ
-
আরবী ভাষা
উস্তাযাহ জান্নাতুল মাওয়া বিভিন্ন মাধ্যম থেকে বিস্তারিত ও গভীরভাবে তাজউইদ সম্পৃক্ত জ্ঞান অর্জন করেছেন। উস্তায আব্দুল্লাহ ইবন জাফর (হাফি) এর নিকট থেকে হাফস আন আসিম রিওয়াইয়াতে সনদও লাভ করেছেন। এছাড়া শাইখা মারওয়া খাত্তাব (হাফি) এর নিকট ক্বিরাআত আশারা সুগরা নিয়ে অধ্যয়ন করছেন। শু’বা ও ক্বালুনের উসুল, হাফসের ৫২ ত্বুরুক্ব, ওয়াকফ-ইবতিদা-রসম ও দ্ববতুল কুরআন, বাইয়ানুল মুফীদ, ক্বাইদাহ ফাতহিয়্যাহ ইত্যাদি অধ্যয়ন করেছেন। এছাড়া তিনি ১৫+ শিক্ষকের কাছে পূর্ণ অথবা আংশিক কুরআন তিলাওয়াত শুনিয়েছেন।
কুরআন-হাদিস-সীরাহ রিলেটেড একাধিক মানযুমাহ ও মূতন নিয়েও তিনি অধ্যয়ন করেছেন। এর মাঝে উল্লেখযোগ্য- তুহফাতুল আত্বফাল, মুক্বদ্দিমাতুল জাযারিয়্যাহ, মানযুমাতুল খ্বকানিয়্যাহ।
তিনি একাধিক প্রতিষ্ঠান থেকে আরবি ভাষা ওপর শিক্ষা অর্জন করেছেন এবং এই ধারা এখনও চলমান।
শিক্ষকতার অভিজ্ঞতা
প্রায় ৩ বছর
উস্তাযাহ ওয়াফা আল-বাদরি
শাইখা মারওয়া মুহাম্মাদ খাত্তাব
উস্তাযাহ রানিয়া হাবিব
শাইখা রানিয়া সালাহ
উস্তাযাহ ফাতিমাহ হুসনি
শাইখা উম্মু সারাহ
উস্তাযাহ সালমা
উস্তাযাহ যাহরা বিনতে আব্দুল মিনাম
উস্তাযাহ রুফাইদা আল-হাদি
উস্তাযাহ ইসরা শাইর
উস্তাযাহ দুআ আ'লা
শাইখা উম্মু মালিক
উস্তাযাহ ইবতিসাম
উস্তাযাহ হাজার
শাইখা শাহামা
উস্তাযাহ যাহরা আমাতুল্লাহ
উস্তাযাহ বারিয়াহ বিনতে আতিয়ার
উস্তায আব্দুল্লাহ ইবনে জাফর
উস্তায মাসউদুর রহমান
মুফতি আব্দুর রহমান
শাইখ মুস্তাযিবুর রহমান আল আযহারি
তিনি উস্তায আব্দুল্লাহ ইবন জাফর (হাফি) থেকে হাফস আন আসিমের ক্বিরাআতের ওপর ইজাযাহ ও সনদ লাভ করেছেন। এই সনদ মান ও ধারাবাহিকতার দিক থেকে অত্যন্ত শক্তিশালী, এবং শৃঙ্খল সংখ্যায়ও সংক্ষিপ্ত—যেখানে উস্তাযাহ ৩৩তম স্থানে রয়েছেন। সনদে একাধিক বিশিষ্ট ও প্রখ্যাত ব্যক্তিত্বের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
সনদে উল্লেখযোগ্য ব্যক্তিত্বসমূহের মধ্যে রয়েছেন:
৫. আহমাদ আবদুল আজিজ আয-যাইয়্যাত
১১.১. শাইখ আল্লামা আবদুর রহমান আল-মুক্বরি আল-আযহারী আল-মিসরী
১১.২. মুহাক্কিক আল-মুক্বাদ্দির আলী বিন মুহাম্মাদ আল-বাদরী আল-মিসরী
১১.৩. শাইখুল কুররা মুহাম্মাদ আস-সামান্নূদী (শাইখ মুনাইয়ার)
১২.২. ক্বারী জামিআ’ আল-আযহার মুহাম্মাদ আল-আজবিকাওয়ী
১৭. শাইখুল ইসলাম শিহাবুদ্দীন আল-উমাইতি
১৮. আল-হাফিয, হুজ্জাতুল কুররা ওয়াল মুহাদ্দিসীন, ইমাম ইবনুল জাযারী
২২. ইমাম আবিল কাসিম আশ-শাত্বিবী
২৫. ইমাম আল-হাফিয আমর আদ-দানী আল-কুরতুবী
৩০. ইমাম হাফস বিন সুলাইমান
রচিত গ্রন্থসমূহ
