
উস্তাযাহ হাফসা আকন্দ স্মরণ
ইনবাত এডুকেশনের সাথে সম্পর্ক
উস্তাযাহ হাফসা আকন্দ স্মরণ ইনবাতের একজন প্রাক্তন ত্বালিবাহ। তিনি উস্তায আব্দুল্লাহ ইবনে জাফর (হাফি) এর নিকট থেকে সরাসরি ইজাযাহ ও সনদ লাভ করেছেন। বর্তমানে তিনি ইনবাতের বিভিন্ন কোর্সে উস্তাযাহ ও মুক্বাররিরাহ হিসেবে যুক্ত আছেন।
উস্তাযাহ
মুক্বাররিরাহ
শিক্ষাগত যোগ্যতা
তিনি সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন উস্তায, উস্তাযাহ ও প্রতিষ্ঠান থেকে তাজউইদ ও আরবি ভাষা নিয়ে পড়াশোনা করেছেন। এছাড়া তার কুরআনের ৭ টি জুয হিফয রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।
পারদর্শিতার ক্ষেত্র
-
তাজউইদুল কুরআন
-
আরবি ভাষা
উস্তাযাহ হাফসা আকন্দ স্মরণ তাজউইদ বিষয়ে বিভিন্ন মাধ্যম থেকে গভীর জ্ঞান অর্জন করেছেন। একই সাথে তিনি উস্তায আব্দুল্লাহ ইবন জাফর (হাফি) এর নিকট হাফস আন আসিম রিওয়ায়াতে সনদ লাভের সৌভাগ্য অর্জন করেছেন।
উস্তাযাহ হাফসা আকন্দ স্মরণ তাজউইদের পাশাপাশি আরবি ভাষা নিয়েও অধ্যয়ন করেছেন। এক্ষেত্রে তিনি ‘এসো আরবি শিখি’ কিতাবের ৩ টি খণ্ডই সম্পন্ন করেছেন উস্তায আব্দুল্লাহ আল মাসউদ (হাফি) এর নিকট।
বিশেষজ্ঞ ক্ষেত্র
-
তাজউইদুল কুরআন
-
আরবি ভাষা
উস্তাযাহ হাফসা আকন্দ স্মরণ তাজউইদ বিষয়ে বিভিন্ন মাধ্যম থেকে গভীর জ্ঞান অর্জন করেছেন। একই সাথে তিনি উস্তায আব্দুল্লাহ ইবন জাফর (হাফি) এর নিকট হাফস আন আসিম রিওয়ায়াতে সনদ লাভের সৌভাগ্য অর্জন করেছেন।
উস্তাযাহ হাফসা আকন্দ স্মরণ তাজউইদের পাশাপাশি আরবি ভাষা নিয়েও অধ্যয়ন করেছেন। এক্ষেত্রে তিনি ‘এসো আরবি শিখি’ কিতাবের ৩ টি খণ্ডই সম্পন্ন করেছেন উস্তায আব্দুল্লাহ আল মাসউদ (হাফি) এর নিকট।