
উস্তাযাহ তাহিয়া আক্তার
ইনবাত এডুকেশনের সাথে সম্পর্ক
উস্তাযাহ হাফসা আকন্দ সরন ইনবাতের একজন প্রাক্তন ত্বালিবাহ। তিনি উস্তায আব্দুল্লাহ ইবনে জাফর (হাফি) এর নিকট থেকে সরাসরি ইজাযাহ ও সনদ লাভ করেছেন। বর্তমানে তিনি হিফয বিভাগের পরিচালিকা হিসেবে নিয়োজিত আছেন এছাড়া ইনবাতের বিভিন্ন কোর্সে উস্তাযাহ ও মুক্বাররিরাহ হিসেবে যুক্ত আছেন।
হিফয বিভাগের পরিচালিকা
উস্তাযাহ
শিক্ষাগত যোগ্যতা
তিনি হিফয সম্পন্ন করেছেন এবং এ বছর কওমী মাদরাসা শিক্ষা ব্যবস্থা থেকে ফযিলত পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইন শা আল্লাহ।
পারদর্শিতার ক্ষেত্র
-
তাজউইদুল কুরআন
-
তাহফীযুল কুরআন
উস্তাযাহ তাহিয়া আক্তার তাজউইদ বিষয়ে বিভিন্ন মাধ্যম থেকে গভীর জ্ঞান অর্জন করেছেন। একই সাথে তিনি উস্তায আব্দুল্লাহ ইবন জাফর (হাফি) এর নিকট থেকে হাফস আন আসিম রিওয়ায়াতে ইজাযাহ অর্জন করেছেন।
উস্তাযাহ তাহিয়া আক্তার হিফয সম্পন্ন করেছেন এবং আল্লাহর ইচ্ছায় যথেষ্ট ভালোভাবে মনে রেখেছেন।
পারদর্শিতার ক্ষেত্র
-
তাজউইদুল কুরআন
-
তাহফীযুল কুরআন
উস্তাযাহ তাহিয়া আক্তার তাজউইদ বিষয়ে বিভিন্ন মাধ্যম থেকে গভীর জ্ঞান অর্জন করেছেন। একই সাথে তিনি উস্তায আব্দুল্লাহ ইবন জাফর (হাফি) এর নিকট থেকে হাফস আন আসিম রিওয়ায়াতে ইজাযাহ অর্জন করেছেন।
উস্তাযাহ তাহিয়া আক্তার হিফয সম্পন্ন করেছেন এবং আল্লাহর ইচ্ছায় যথেষ্ট ভালোভাবে মনে রেখেছেন।