উস্তাযাহ মাহিন আফরোজ মিতু

ইনবাত এডুকেশনের সাথে সম্পর্ক

উস্তাযাহ মাহিন আফরোজ মিতু ইনবাতের একজন ত্বালিবাহ। তিনি প্রতিষ্ঠান থেকে হাফস আন আসীমের ওপর ইজাযাহ ও সনদ লাভ করেছেন। বর্তমানে তিনি ইনবাত এডুকেশনের বিভিন্ন কোর্সে উস্তাযাহ হিসেবেও যুক্ত আছেন।

উস্তাযাহ

শিক্ষাগত যোগ্যতা

দ্বীনি
দুনিয়াবি

তিনি বিভিন্ন উৎস থেকে তজাউইদের বিস্তারিত জ্ঞান রপত করেছেন। ইনবাত থেকে তিনি হাফস আন আসীমের সনদপ্রাপ্ত হয়েছেন। এছাড়া তিনি আরবি ভাষা নিয়ে পড়াশোনা করেছেন এবং এখনও অধ্যায়নরত আছেন। সেই সাথে বর্তমানে তিনি কুরআনুল কারীম হিফয করছেন।

---

পারদর্শিতার ক্ষেত্র

উস্তাযাহ মাহিন আফরোজ মিতু বিভিন্ন মাধ্যম থেকে বিস্তারিত ও গভীরভাবে তাজউইদ ও ক্বিরাআত সম্পৃক্ত জ্ঞান অর্জ‌ন করেছেন। তিনি ইনবাত থেকে হাফস আন আসিম রিওয়াইয়াতে সনদ লাভ করেছেন। 

তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরবি ভাষা নিয়ে অধ্যয়ন সম্পন্ন করেছেন এবং এখনও এ সম্পৃক্ত পড়াশোনা চলমান রেখেছেন।

পারদর্শিতার ক্ষেত্র

উস্তাযাহ মাহিন আফরোজ মিতু বিভিন্ন মাধ্যম থেকে বিস্তারিত ও গভীরভাবে তাজউইদ ও ক্বিরাআত সম্পৃক্ত জ্ঞান অর্জ‌ন করেছেন। তিনি ইনবাত থেকে হাফস আন আসিম রিওয়াইয়াতে সনদ লাভ করেছেন। 

তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরবি ভাষা নিয়ে অধ্যয়ন সম্পন্ন করেছেন এবং এখনও এ সম্পৃক্ত পড়াশোনা চলমান রেখেছেন।

শিক্ষকতার অভিজ্ঞতা

প্রায় বছর

উস্তায/উস্তাযাহগণ​

উস্তায আব্দুল্লাহ ইবনে জাফর

উস্তায মুস্তাজিবুর রহমান

উস্তায ফুআদ মুবতাসিব

উস্তায ইব্রাহিম বিন হানিফ

উস্তায হাশমত আলী শাহীন

উস্তাযা বারিয়াহ বিনতে আতিয়ার

উস্তাযা বুশরা মারজান

উস্তাযা হালিমা ইসলাম

উস্তাযা আসমা মুহাম্মাদ

উস্তাযা ফারহীন আল মুনাদী

উস্তাযা মারয়াম

ইজাযাহ ও সনদ

তিনি উস্তায আব্দুল্লাহ ইবন জাফর (হাফি) থেকে হাফস আন আসিমের ক্বিরাআতের ওপর ইজাযাহ ও সনদ লাভ করেছেন। এই সনদ মান ও ধারাবাহিকতার দিক থেকে অত্যন্ত শক্তিশালী, এবং শৃঙ্খল সংখ্যায়ও সংক্ষিপ্ত—যেখানে উস্তাযাহ ৩৩তম স্থানে রয়েছেন। সনদে একাধিক বিশিষ্ট ও প্রখ্যাত ব্যক্তিত্বের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

সনদে উল্লেখযোগ্য ব্যক্তিত্বসমূহের মধ্যে রয়েছেন:

৫. আহমাদ আবদুল আজিজ আয-যাইয়্যাত

১১.১. শাইখ আল্লামা আবদুর রহমান আল-মুক্বরি আল-আযহারী আল-মিসরী

১১.২. মুহাক্কিক আল-মুক্বাদ্দির আলী বিন মুহাম্মাদ আল-বাদরী আল-মিসরী

১১.৩. শাইখুল কুররা মুহাম্মাদ আস-সামান্নূদী (শাইখ মুনাইয়ার)

১২.২. ক্বারী জামিআ’ আল-আযহার মুহাম্মাদ আল-আজবিকাওয়ী

১৭. শাইখুল ইসলাম শিহাবুদ্দীন আল-উমাইতি

১৮. আল-হাফিয, হুজ্জাতুল কুররা ওয়াল মুহাদ্দিসীন, ইমাম ইবনুল জাযারী

২২. ইমাম আবিল কাসিম আশ-শাত্বিবী

২৫. ইমাম আল-হাফিয আমর আদ-দানী আল-কুরতুবী

৩০. ইমাম হাফস বিন সুলাইমান

আপনি কি কিছু খুঁজছেন?

Scroll to Top