প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত
তরুণ প্রজন্মসহ সাধারণ শিক্ষায় শিক্ষিত নারী ও পুরুষদের মাঝে কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করা, শুদ্ধ তিলাওয়াত ও তাজউইদ শিক্ষার প্রসার ঘটানো এবং যোগ্য ক্বারী ও শিক্ষক তৈরির পথে অনুপ্রাণিত করা আমাদের মূল উদ্দেশ্য।
ইনবাত এডুকেশনের উদ্যোগে ও উসমানী মুসহাফ শিক্ষা বোর্ড-এর তত্ত্বাবধানে এই প্রতিযোগিতাটি আয়োজিত হবে ইন শা আল্লাহ।
ক. প্রাথমিক রাউন্ড (অনলাইন) –
সর্বোচ্চ ২০০ জন (১০০ জন পুরুষ, ১০০ জন নারী) রেজিস্ট্রেশন করতে পারবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সমাপ্তির পর অংশগ্রহণকারীদের ইমেইলের মাধ্যমে কুরআনের কিছু অংশ নির্ধারণ করে জানিয়ে দেয়া হবে এবং সেই অংশগুলো থেকেই প্রথম রাউন্ডে বিচারকদেরকে তিলাওয়াত শুনাতে হবে।
৫ দিনের মধ্যে ৩–৫ দিনব্যাপি অনলাইন মাধ্যমে প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীরা জুরি বোর্ডের নির্ধারিত বিচারককে তিলাওয়াত শুনাবেন।
খ. সেমি ফাইনাল (অনলাইন) –
নির্ধারিত সংখ্যক প্রতিযোগীদেরকে সেমি ফাইনালের জন্য বাছাই করা হবে।
উক্ত রাউন্ডে একত্রে তিন জন বিচারকের উপস্থিতিতে তিলাওয়াত করতে হবে।
সেমি ফাইনাল রাউন্ড অনলাইন মাধ্যমে পরিচালিত হবে।
এই পর্যায়ের সকলের জন্য ইনবাতের পক্ষ থেকে উপহার রয়েছে।
গ. গ্র্যান্ড ফাইনাল (সরাসরি) –
নির্ধারিত সংখ্যক প্রতিযোগীদেরকে গ্র্যান্ড ফাইনালের জন্য বাছাই করা হবে।
উক্ত রাউন্ডে একত্রে মোট ছয় জন বিচারকের উপস্থিতিতে সরাসরি তিলাওয়াত করতে হবে।
গ্র্যান্ড ফাইনালের জন্য বাছাইকৃত প্রতিযোগীদেরকে বাধ্যতামূলকভাবে নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
প্রাথমিকভাবে ভেন্যু নির্ধারণ করা হয়েছে: আইডিইবি অডিটোরিয়াম, ঢাকা। এক্ষেত্রে ঢাকার বাহিরে যারা বসবাস করেন তাদের জন্য এক রাত থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে ইন শা আল্লাহ।
এই পর্যায়ের সকলের জন্য থাকবে জাতীয় পর্যায়ের স্বীকৃতি।
আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ক্বিরাআত ও তাজউইদ বিশেষজ্ঞ উস্তায/উস্তাযাহ ও ক্বারী/ক্বারীয়াহগণ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
- প্রতিযোগিতা হবে তাজউইদের শুদ্ধতা ও তারতীলভিত্তিক তিলাওয়াতের ওপর।
- তিলাওয়াত হবে তাদউইর তথা মধ্যম গতিতে।
- প্রতিযোগীরা নির্দিষ্ট সূরা/আয়াত ৩–৫ মিনিটে তিলাওয়াত করবেন। নির্ধারিত মূল্যায়ন মানদণ্ডের ভিত্তিতে তিলাওয়াতের শুদ্ধতা অনুযায়ী প্রতিযোগীরা মার্ক প্রাপ্ত হবেন।
- ১ম স্থান (পুরুষ): ক্রেস্ট + তাজউইদ গিফট বক্স + পাগড়ি + প্রিন্টেড সার্টিফিকেট + নগদ অর্থ : ২০,০০০৳।
- ২য় স্থান (পুরুষ): ক্রেস্ট + তাজউইদ গিফট বক্স + পাগড়ি + প্রিন্টেড সার্টিফিকেট + নগদ অর্থ : ১৫,০০০৳।
- ৩য় স্থান (পুরুষ): ক্রেস্ট + তাজউইদ গিফট বক্স + পাগড়ি + প্রিন্টেড সার্টিফিকেট + নগদ অর্থ : ১০,০০০৳।
- ৪র্থ স্থান (পুরুষ): ক্রেস্ট + তাজউইদ গিফট বক্স + পাগড়ি + প্রিন্টেড সার্টিফিকেট + নগদ অর্থ : ৭,০০০৳।
- ৫ম স্থান (পুরুষ): ক্রেস্ট + তাজউইদ গিফট বক্স + পাগড়ি + প্রিন্টেড সার্টিফিকেট + নগদ অর্থ : ৫,০০০৳।
-
- ১ম স্থান (নারী): ক্রেস্ট + তাজউইদ গিফট বক্স + স্কার্ফ + প্রিন্টেড সার্টিফিকেট + নগদ অর্থ : ২০,০০০৳।
- ২য় স্থান (নারী): ক্রেস্ট + তাজউইদ গিফট বক্স + স্কার্ফ + প্রিন্টেড সার্টিফিকেট + নগদ অর্থ : ১৫,০০০৳।
- ৩য় স্থান (নারী): ক্রেস্ট + তাজউইদ গিফট বক্স + স্কার্ফ + প্রিন্টেড সার্টিফিকেট + নগদ অর্থ : ১০,০০০৳।
- ৪র্থ স্থান (নারী): ক্রেস্ট + তাজউইদ গিফট বক্স + স্কার্ফ + প্রিন্টেড সার্টিফিকেট + নগদ অর্থ : ৭,০০০৳।
- ৫ম স্থান (নারী): ক্রেস্ট + তাজউইদ গিফট বক্স + স্কার্ফ + প্রিন্টেড সার্টিফিকেট + নগদ অর্থ : ৫,০০০৳।
- বাকী ১০ জন ফাইনালিস্ট: ক্রেস্ট + প্রিন্টেড সার্টিফিকেট।
- বাকী ৩০ জন সেমিফাইনালিস্ট: সার্টিফিকেট (ডিজিটাল) এবং ইনবাতের কিছু কোর্সের এক্সেস।
নিম্নের বাটনে গিয়ে ফরম ফিলাপ করে ৩৫০৳ ফি প্রদান পূর্বক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
যারা এই উদ্যোগের সহযোগী
যোগ্যতার মানদণ্ড
- পুরুষ বা নারী অংশ নিতে পারবে। (নারী পুরুষ সম্পূর্ণ আলাদা গ্রুপে প্রতিযোগিতা পরিচালিত হবে)।
- বয়সসীমা ১৬ বা তদুর্ধ্ব।
- হাফেয বা হাফেযাগণ অংশ নিতে পারবেন না।
- পূর্ণকালীন মাদরাসা শিক্ষার্থী ও কিরাআত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন না।
-
LevelAll Levels
-
Total Enrolled71
-
Last UpdatedOctober 6, 2025
