উস্তাযাহ বারিয়াহ বিনতে আতিয়ার

পূর্ণ নাম

উস্তাযাহর পূর্ণ নাম আয়শা বারিয়াহ। তবে শিক্ষকতা ও লেখালেখির ক্ষেত্রে তিনি বারিয়াহ বিনতে আতিয়ার নামটি ব্যবহার করে থাকেন।

ইনবাত গ্রুপের সাথে সম্পর্ক

ইনবাত গ্রুপের প্রতিষ্ঠার সাথে উস্তাযাহ বারিয়াহ বিনতে আতিয়ারের নাম নিবিড়ভাবে জড়িয়ে আছে। তিনি মূলত উস্তায আব্দুল্লাহ ইবন জাফরের সহধর্মিণী ও জীবনের সহযাত্রী। একাডেমির শুরুর দিকে উভয়ের সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার ফলেই ইনবাতের যাত্রা শুরু হয়। বর্তমানে তিনি ইনবাতের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইনবাত এডুকেশনের নারীদের প্রধান উস্তাযাহও তিনি।

সহ-প্রতিষ্ঠাতা

ব্যবস্থাপনা পরিচালক

নারী প্রধান উস্তাযাহ

শিক্ষাগত যোগ্যতা

দ্বীনি
দুনিয়াবি

উস্তাযাহ বারিয়াহ বিনতে আতিয়ার তাজউইদ নিয়ে একাধিক উৎস থেকে অধ্যয়ন করেছেন এবং কুরআনুল কারীম হিফয করছেন।

সাধারণ শিক্ষার ক্ষেত্রে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে অধ্যয়ন করেছেন। তবে দ্বীনি পরিবেশ ও কিছু সরকারি নীতিগত চাপে তিনি স্নাতক সম্পন্ন করতে পারেননি। 

পারদর্শিতার ক্ষেত্র

উস্তাযাহ বারিয়াহ বিনতে আতিয়ার প্রথমে কিছু উস্তাযাহদের কাছ থেকে তাজউইদের প্রাথমিক জ্ঞান অর্জন করেন। তবে বিস্তারিত ও গভীরভাবে তাজউইদের জ্ঞান অর্জন করেছেন উস্তায আব্দুল্লাহ ইবন জাফর (হাফি) এর নিকট থেকে। হাফস আন আসিম রিওয়াইয়াতে তাঁর নিকট থেকে সনদও লাভ করেছেন। এছাড়া তিনি আরও কিছু মিসরী শাইখাহদের কাছে তিলাওয়াত শুনিয়েছেন এবং তাদের থেকেও তাজউইদের জ্ঞান অর্জন করেছেন। বর্তমানে তিনি হিফযে রত আছেন এবং তাহফীযুল কুরআনের ওপর ইজাযাহ লাভের উদ্দেশ্যে নিয়মিত পড়া শুনাচ্ছেন।

উস্তাযাহ বারিয়াহ বিনতে আতিয়ার কুরআনের ভাষাগত প্রয়োগ ও তাদাব্বুর বিষয়ে উস্তায আব্দুল্লাহ ইবন জাফর (হাফি) এর নিকট অধ্যয়ন করেছেন। বর্তমানে তিনি দৈনন্দিন আযকার কোর্সে এই জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগ করছেন।

উস্তাযাহর অন্যতম পছন্দের পাঠ হচ্ছে নবী জীবনীর আলোচনা। তিনি একাধিক উস্তাযের অধীনে সিরাত বিষয়ে অধ্যয়ন করেছেন, যার মধ্যে উস্তায আবু ত্বাহা মুহাম্মাদ আদনান অন্যতম। তিনি রহীকুল মাখতুম, সীরাতে ইবনে হিশামসহ বেশ কিছু উল্লেখযোগ্য সিরাতের গ্রন্থ একাডেমিক ও ব্যক্তিগতভাবে পরিপূর্ণ অধ্যয়ন করে সম্পন্ন করেছেন।

তিনি প্যারেন্টিং নিয়ে বিভিন্ন উৎস থেকে এবং সুপরিচিত সার্টি‌ফাইড সাইকোলোজিস্টের নিকট অধ্যয়ন করেছেন।

পারদর্শিতার ক্ষেত্র

উস্তাযাহ বারিয়াহ বিনতে আতিয়ার প্রথমে কিছু উস্তাযাহদের কাছ থেকে তাজউইদের প্রাথমিক জ্ঞান অর্জন করেন। তবে বিস্তারিত ও গভীরভাবে তাজউইদের জ্ঞান অর্জন করেছেন উস্তায আব্দুল্লাহ ইবন জাফর (হাফি) এর নিকট থেকে। হাফস আন আসিম রিওয়াইয়াতে তাঁর নিকট থেকে সনদও লাভ করেছেন। এছাড়া তিনি আরও কিছু মিসরী শাইখাহদের কাছে তিলাওয়াত শুনিয়েছেন এবং তাদের থেকেও তাজউইদের জ্ঞান অর্জন করেছেন। বর্তমানে তিনি হিফযে রত আছেন এবং তাহফীযুল কুরআনের ওপর ইজাযাহ লাভের উদ্দেশ্যে নিয়মিত পড়া শুনাচ্ছেন।

উস্তাযাহ বারিয়াহ বিনতে আতিয়ার কুরআনের ভাষাগত প্রয়োগ ও তাদাব্বুর বিষয়ে উস্তায আব্দুল্লাহ ইবন জাফর (হাফি) এর নিকট অধ্যয়ন করেছেন। বর্তমানে তিনি দৈনন্দিন আযকার কোর্সে এই জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগ করছেন।

নিজের দ্বীনের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়ন শুরু করচিলেন, যা তাঁকে রবের পথে আরও অটল ও অবিচল করে তোলে। পরবর্তীতে তাঁর নিয়তে পরিবর্তন আসে—লক্ষ্য হয়ে দাঁড়ায় দ্বীনের আলো থেকে দূরে থাকা মানুষদের সত্যের পথে দিশা দেখানো। এ বিষয়ে উস্তাযের এথেইজম, অ্যাগনস্টিসিজম এবং আহলুল কিতাবদের বর্তমান ধর্মগ্রন্থ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে। তাঁর রচিত মালামিহু ফিত তাজউইদ গ্রন্থে এর সুস্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায়।

তিনি প্যারেন্টিং নিয়ে বিভিন্ন উৎস থেকে এবং সুপরিচিত সার্টি‌ফাইড সাইকোলোজিস্টের নিকট অধ্যয়ন করেছেন।

শিক্ষকতার অভিজ্ঞতা

প্রায় বছর

ক্বিরাআতের উস্তায/উস্তাযাহগণ​

উস্তায আব্দুল্লাহ ইবন জাফর

প্র্র‌তিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, ইনবাত
উস্তায আব্দুল্লাহ ইবন জাফরের নিকট থেকে উস্তাযাহ বারিয়াহ বিনতে আতিয়ার হাফস আন আসিম রিওয়ায়াতের ইজাযাহ ও সনদ অর্জন করেছেন। তাঁর এই সনদ মান ও ধারাবাহিকতায় অত্যন্ত শক্তিশালী এবং শিকল সংখ্যায়ও যথেষ্ট সংক্ষিপ্ত।

শাইখাহ উম্মু আরওয়া

একাধিক ক্বিরাআতের ওপর ইজাযাহপ্রাপ্ত শিক্ষিকা (মিশর)
উস্তাযাহ বারিয়াহ বিনতে আতিয়ার উক্ত শাইখাহর কাছ থেকে এককভাবে তাজউইদ বিষয়ে গভীরভাবে পড়া-শোনা করেছেন এবং শুদ্ধ আহকামের সাথে কুরআন তিলাওয়াত শুনিয়েছেন।

শাইখাহ সাহার ইব্রাহিম

দশা ক্বিরাআতের ওপর ইজাযাহপ্রাপ্ত শিক্ষিকা (মিশর)
বর্তমানে তিনি শাইখাহ সাহার ইব্রাহিমের নিকট তাহফীযুল কুরআনের ওপর ইজাযাহ লাভের উদ্দেশ্যে তিলাওয়াত শুনাচ্ছেন। শাইখাহ সাহার ইব্রাহিম মিশরের একজন গ্রহণযোগ্য শিক্ষিকা, যার একাধিক কিরাআতের ওপর ইজাযাহ ও সনদ রয়েছে।

শাইখাহ যাইনাব সাত্তী

একাধিক ক্বিরাআতের ওপর ইজাযাহপ্রাপ্ত শিক্ষিকা (মাদীনা)
শাইখাহ যাইনাবের নিকট উস্তাযাহ বারিয়াহ বিনতে আতিয়ার বর্তমানে ইজাযাহ লাভের উদ্দেশ্যে নিয়মিতভাবে হিফযের পড়া শুনাচ্ছেন।
ইজাযাহ ও সনদ

তিনি উস্তায আব্দুল্লাহ ইবন জাফর (হাফি) থেকে হাফস আন আসিমের ক্বিরাআতের ওপর ইজাযাহ ও সনদ লাভ করেছেন। এই সনদ মান ও ধারাবাহিকতার দিক থেকে অত্যন্ত শক্তিশালী, এবং শৃঙ্খল সংখ্যায়ও সংক্ষিপ্ত—যেখানে উস্তাযাহ ৩৩তম স্থানে রয়েছেন। সনদে একাধিক বিশিষ্ট ও প্রখ্যাত ব্যক্তিত্বের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

সনদে উল্লেখযোগ্য ব্যক্তিত্বসমূহের মধ্যে রয়েছেন:

৫. আহমাদ আবদুল আজিজ আয-যাইয়্যাত

১১.১. শাইখ আল্লামা আবদুর রহমান আল-মুক্বরি আল-আযহারী আল-মিসরী

১১.২. মুহাক্কিক আল-মুক্বাদ্দির আলী বিন মুহাম্মাদ আল-বাদরী আল-মিসরী

১১.৩. শাইখুল কুররা মুহাম্মাদ আস-সামান্নূদী (শাইখ মুনাইয়ার)

১২.২. ক্বারী জামিআ’ আল-আযহার মুহাম্মাদ আল-আজবিকাওয়ী

১৭. শাইখুল ইসলাম শিহাবুদ্দীন আল-উমাইতি

১৮. আল-হাফিয, হুজ্জাতুল কুররা ওয়াল মুহাদ্দিসীন, ইমাম ইবনুল জাযারী

২২. ইমাম আবিল কাসিম আশ-শাত্বিবী

২৫. ইমাম আল-হাফিয আমর আদ-দানী আল-কুরতুবী

৩০. ইমাম হাফস বিন সুলাইমান

রচিত গ্রন্থসমূহ

মুহস্বানাত

লেখিকা ও সম্পাদিকা

বিস্তারিত জানুন

মুহসিনীন

লেখিকা ও সম্পাদিকা

বিস্তারিত জানুন
প্রকাশিতব্য

তাজউইদ শিখি আব্দুল্লাহ ও আয়শার সাথে

লেখিকা

বিস্তারিত জানুন

উস্তাযাহ বারিয়াহ বিনতে আতিয়ার সম্পর্কে তাঁর শাইখাদের মন্তব্য

আরবী

الطالبة بنت أطيار تتمتع بمستوى جيد جدًا في أحكام التجويد، وتظهر إتقانًا ملحوظًا في مخارج الحروف وصفاتها، مع التزام واضح بقواعد التلاوة الصحيحة. قراءتها مرتبة وصوتها واضح، مما يعكس اجتهادها وحرصها على تحسين أدائها القرآني. أوصيها بالاستمرار على هذا المستوى المتميز ومضاعفة الجهد للوصول إلى درجة الإتقان التام

বাংলা

ছাত্রী বারিয়াহ বিনতে আতিয়ার তাজউইদের আহকাম বিষয়ে খুব ভালো মান বজায় রেখেছেন। তিনি হরফসমূহের মাখরাজ ও সিফাতের ক্ষেত্রে প্রশংসনীয় দক্ষতা প্রদর্শন করছেন এবং শুদ্ধ তিলাওয়াতের নিয়ম মেনে চলছেন। তাঁর ক্বিরআত সুশৃঙ্খল ও শব্দ স্পষ্ট, যা তাঁর অধ্যবসায় এবং কুরআনিক তিলাওয়াত উন্নত করার আন্তরিক আগ্রহকে প্রতিফলিত করে। আমি তাঁকে এ উৎকৃষ্ট মান বজায় রাখার এবং দ্বিগুণ পরিশ্রম করে পূর্ণাঙ্গ ইত্তক্বান (দক্ষতা) অর্জনের পরামর্শ দিচ্ছি।

শাইখাহ সাহার ইব্রাহিম

দশ ক্বিরাআতের ওপর ইজাযাহপ্রাপ্ত শিক্ষিকা

উস্তাযাহর সাথে যোগাযোগ

কেবলমাত্র নারীদের জন্য উস্তাযাহর সাথে যোগাযোগ মাধ্যম উন্মুক্ত, তবে খুব প্রয়োজন ব্যতীত যোগাযোগ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। একাডেমি, কোর্স‌, বই ইত্যাদি সম্পর্কে জানতে যথাযথ দায়িত্বশীলের সাথে যোগাযোগ করুন।

আপনি কি কিছু খুঁজছেন?

Scroll to Top