
উস্তাযাহ মরজিনা আক্তার স্বপ্না
ইনবাত এডুকেশনের সাথে সম্পর্ক
উস্তাযাহ মরজিনা আক্তার স্বপ্না ইনবাতের একজন ত্বালিবাহ। তিনি প্রতিষ্ঠান থেকে হাফস আন আসীমের ইজাযাহ ও সনদ লাভ করেছেন। বর্তমানে তিনি ইনবাতের তাহসীন বিভাগ এর পরিচালিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইনবাতের বিভিন্ন কোর্সে উস্তাযাহ হিসেবেও যুক্ত আছেন।
তাহসীন বিভাগের পরিচালিকা
উস্তাযাহ
শিক্ষাগত যোগ্যতা
কুরআন শিক্ষার ক্ষেত্রে তিনি হাফস আন আসিম রিওয়ায়াতে শাতিবিয়্যা তারিক অনুসারে তাজউইদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড ও শিক্ষক-স্তরের পাঠ সফলভাবে শেষ করেছেন। বর্তমানে তিনি আলিম কোর্সের শেষ সেমিস্টারে অধ্যয়নরত আছেন। এছাড়া তিনি ক্বায়দা নূরানিয়্যাহ সম্পন্ন করেছেন। তিনি আরবি ভাষা নিয়েও অধ্যয়ন করেছেন।
তিনি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে কৃষিবিদ্যায় (সম্মান) স্নাতক সম্পন্ন করেছেন।
পারদর্শিতার ক্ষেত্র
-
তাজউইদুল কুরআন
-
আরবি ভাষা
উস্তাযাহ মরজিনা আক্তার স্বপ্না বিভিন্ন মাধ্যম থেকে বিস্তারিত ও গভীরভাবে তাজউইদ ও ক্বিরাআত সম্পৃক্ত জ্ঞান অর্জন করেছেন। তিনি ইনবাত থেকে হাফস আন আসিম রিওয়াইয়াতে সনদ লাভ করেছেন এবং শু’বাহ রিওয়াইয়াত ও হাফসের ভিন্ন রিওয়াইয়াতের সনদ লাভের উদ্দেশ্যে অন্যত্র পড়া শোনাচ্ছেন। এছাড়া তিনি ক্বায়দা নূরানিয়্যাহ সম্পন্ন করেছেন।
তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরবি ভাষা নিয়ে অধ্যয়ন সম্পন্ন করেছেন এবং এখনও এ সম্পৃক্ত পড়াশোনা চলমান রেখেছেন।
পারদর্শিতার ক্ষেত্র
-
তাজউইদুল কুরআন
-
আরবি ভাষা
উস্তাযাহ মরজিনা আক্তার স্বপ্না বিভিন্ন মাধ্যম থেকে বিস্তারিত ও গভীরভাবে তাজউইদ ও ক্বিরাআত সম্পৃক্ত জ্ঞান অর্জন করেছেন। তিনি ইনবাত থেকে হাফস আন আসিম রিওয়াইয়াতে সনদ লাভ করেছেন এবং শু’বাহ রিওয়াইয়াত ও হাফসের ভিন্ন রিওয়াইয়াতের সনদ লাভের উদ্দেশ্যে অন্যত্র পড়া শোনাচ্ছেন। এছাড়া তিনি ক্বায়দা নূরানিয়্যাহ সম্পন্ন করেছেন।
তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরবি ভাষা নিয়ে অধ্যয়ন সম্পন্ন করেছেন এবং এখনও এ সম্পৃক্ত পড়াশোনা চলমান রেখেছেন।