কুরআন কনফারেন্স - ২০২৫
কুরআন কনফারেন্স - ২০২৫
১৬ ডিসেম্বর ২০২৫, আইডিইবি ভবন অডিটোরিয়াম, কাকরাইল, ঢাকা।
আল্লাহর কালামের আহ্বানে এক হূদয়স্পর্শী যাত্রা — কুরআন কনফারেন্স ২০২৫। কুরআনের সৌন্দর্য, তিলাওয়াত ও অনুপ্রেরণায় ভরপুর এই আয়োজনে মিলবে জ্ঞানের আলো ও ঈমানের প্রশান্তি।
এন্ট্রি ফি সর্বনিম্ন ২০০৳ থেকে শুরু
আয়োজনসমূহ
আলোচকবৃন্দ
প্রোগ্রামে নারী ও পুরুষের জন্য আলাদা সেকশন নির্ধারিত থাকবে
কুরআন এক্সিবিশন
কুরআন এক্সিবিশনে প্রদর্শিত হবে বিভিন্ন যুগের প্রাচীন পাণ্ডুলিপি ও বিভিন্ন অঞ্চলের অনন্য সব মুসহাফের ছায়াকপি থেকে শুরু করে আধুনিক ছাপার মনোরম সব সংস্করণ। থাকবে বিভিন্ন দেশের ক্যালিগ্রাফি স্টাইল, ব্রেইল ও অনুবাদভিত্তিক কুরআন, শিশুদের শিক্ষার জন্য ব্যবহৃত কুরআনিক ম্যাটেরিয়াল, এবং ডিজিটাল কুরআনের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে। পাশাপাশি থাকবে কুরআন সংরক্ষণ ও প্রকাশনার ইতিহাস তুলে ধরার জন্য ইনফোগ্রাফী। দর্শনার্থীরা দেখতে পাবেন কিভাবে যুগে যুগে আল্লাহর কালামকে রক্ষা, সংরক্ষণ ও প্রচারের জন্য মুসলিম উম্মাহ মেহনত করে এসেছে। এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো, উম্মাহর মাঝে কুরআনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও অধ্যয়নের অনুপ্রেরণা জাগিয়ে তোলা।
যদি আপনার কাছে কোনো প্রাচীন, দুষ্প্রাপ্য, বিদেশি সংস্করণ বা বিশেষভাবে সংরক্ষিত কুরআনের মুসহাফ থেকে থাকে, তাহলে আপনি সেটার মাধ্যমে আমাদের “কুরআন এক্সিবিশন”-এর অংশ হতে পারেন।
ইনবাতিয়ানদের আয়োজন
‘তারতীলুল কুরআন প্রতিযোগিতা’ সকলের জন্য উন্মুক্ত। ইনবাতিয়ানদের জন্য তো এই সুযোগ থাকছেই। অংশগ্রহণ করতে হলে এখনই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: inbaat.group/tarteelul-quran-competition
অনুষ্ঠানে বিভিন্ন পর্বের ফাঁকে শিক্ষার্থীরা তাদের মনোমুগ্ধকর নাশিদ ও হৃদয়স্পর্শী কবিতা পরিবেশন করতে পারবে। নারী ও পুরুষ উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনকে এই সুযোগ প্রদান করা হবে। ইচ্ছুক শিক্ষার্থীরা এখনই রেজিস্ট্রেশন করুন এবং নিজেদের প্রতিভা তুলে ধরুন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনার জন্য নারী ও পুরুষ হতে দুইজন করে, মোট চারজন সঞ্চালক নির্বাচন করা হবে। নির্বাচিতদের জন্য একটি সংক্ষিপ্ত ট্রেইনিং সেশন আয়োজন করা হবে। অংশগ্রহণকারীদের অবশ্যই স্পষ্টভাষী ও আত্মবিশ্বাসী হতে হবে। ইচ্ছুকরা এখনই রেজিস্ট্রেশন করুন।
কুরআন প্রজেক্টে মূলত শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এক্সিবিশন সজ্জায়ন, দেয়ালিকা প্রস্তুত, ক্যালিগ্রাফী, রেপ্লিকা পাণ্ডুলিপি নির্মাণ, ও ঐতিহাসিক কুরআনিক উপস্থাপনাগুলোর কাজ করবে। এই মহৎ কাজে যুক্ত থেকে ইনশাআল্লাহ সবাই কুরআনের সেবায় অংশগ্রহণের সওয়াবের ভাগীদার হতে পারবেন। ইচ্ছুক শিক্ষার্থীরা এখনই রেজিস্ট্রেশন করুন।
পুরো অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নারী-পুরুষ মিলিয়ে অন্তত ২০ জন স্বেচ্ছাসেবী প্রয়োজন। যারা কুরআনের এই মহৎ আয়োজনের অংশীদার হতে চান, তারা রেজিস্ট্রেশন করে আমাদের টিমে যুক্ত হতে পারেন।
শিশুদের জন্য প্লে-জোন
অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী মায়েদের জন্য রয়েছে বিশেষ সুযোগ — তাঁরা তাঁদের সন্তানসহ অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন। শিশুদের জন্য থাকবে একটি নিরাপদ ও আনন্দময় প্লে-জোন, যেখানে থাকবে আমাদের প্রশিক্ষিত নারী ভলান্টিয়ারদের পূর্ণ তত্ত্বাবধান। শিশুরা সেখানে খেলাধুলা, গল্প ও সৃজনশীল কার্যক্রমে অংশ নিতে পারবে, আর মায়েরা নিশ্চিন্ত মনে কনফারেন্সের মূল আয়োজন উপভোগ করতে পারবেন। ইনশাআল্লাহ, এটি হবে পুরো পরিবারের জন্য এক শান্তিময় ও উপভোগ্য পরিবেশ।
দ্বীনি দোকান
কুরআন কনফারেন্স উপলক্ষে বিশেষভাবে সাজানো হয়েছে ‘দ্বীনি দোকান’ অংশটি—যেখানে থাকবে একাধিক স্টল এবং নানান ধরণের ঈমান–অনুপ্রাণিত সামগ্রী। যেখানে পাওয়া যাবে বিশেষ ছাড়, প্রয়োজনীয় সব পণ্য। এই স্টলসমূহ কনফারেন্সে উপস্থিত নারীদের ও পুরুষদের উভয়ের জন্যই উন্মুক্ত থাকবে।
স্টল নিতে আগ্রহী উদ্যোক্তাদের জন্য:
যারা নিজেদের মানসম্মত দ্বীনি বা নৈতিক পণ্যসমূহ নিয়ে কনফারেন্সে অংশ নিতে চান, তারা চাইলে স্বতন্ত্র স্টল বুকিং করতে পারবেন। এটি আপনার ব্র্যান্ড ও পণ্যকে শত শত মানুষের সামনে পরিচিত করার একটি অনন্য সুযোগ।
স্থান নির্দেশনা
FAQ
সাধারণ জিজ্ঞাসা
এই অংশে কুরআন কনফারেন্স সম্পর্কিত সবচেয়ে সাধারণ ও প্রয়োজনীয় প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দেওয়া হয়েছে। অংশগ্রহণ, সময়সূচী, অতিথি, প্রবেশব্যবস্থা এবং আয়োজন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজভাবে এখানে পাওয়া যাবে।
এছাড়া যেকোনো বিষয়ে জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
জি। নারী ও পুরুষের জন্য সম্পূর্ণ পৃথক ও পর্দানীতিসম্মত বসার ব্যবস্থা থাকবে ইন শা আল্লাহ। এ ব্যাপারে ইনবাতে এম্নিতেই সর্বোচ্চ সোচ্চার। কোনো রূপ পর্দার লঙ্ঘন হবে না ইন শা আল্লাহ।
১০ বছরের নিচের শিশুদের জন্য প্লে-জোন রয়েছে। সেখানে বাচ্চাদের জন্য শিক্ষণীয় খেলনা সামগ্রীর পাশাপাশি থাকবে শিশুদের জন্য আনন্দময় তাফসীর, সিরাত পাঠ, এক্টিভিটি, হাদিয়া ইত্যাদি।
জি, ইনবাত এডুকেশন,পাবলিকেশন কিংবা হিলিং—এর সাথে যে কোনোভাবে যুক্ত থাকলেই প্রতিটি ধরণের এন্ট্রি ফিতে থাকবে বিশেষ ডিসকাউন্ট।
এন্ট্রির ধরন
অনলি সিস্টার্স এন্ট্রি
সকাল ৯ টা - দুপুর ১:৩০ টা
অনলি ব্রাদার্স এন্ট্রি
দুপুর ২ টা - সন্ধ্যা ৭ টা
সিস্টার্স ফুল এন্ট্রি
সকাল ৯ টা - সন্ধ্যা ৭ টা






