কুরআন কনফারেন্স - ২০২৫
কুরআন কনফারেন্স - ২০২৫
১৬ ডিসেম্বর ২০২৫, আইডিইবি ভবন অডিটোরিয়াম, কাকরাইল, ঢাকা।
আল্লাহর কালামের আহ্বানে এক হূদয়স্পর্শী যাত্রা — কুরআন কনফারেন্স ২০২৫। কুরআনের সৌন্দর্য, তিলাওয়াত ও অনুপ্রেরণায় ভরপুর এই আয়োজনে মিলবে জ্ঞানের আলো ও ঈমানের প্রশান্তি।
আয়োজনসমূহ
আলোচকবৃন্দ
কুরআন এক্সিবিশন
কুরআন এক্সিবিশনে প্রদর্শিত হবে বিভিন্ন যুগের প্রাচীন পাণ্ডুলিপি ও বিভিন্ন অঞ্চলের অনন্য সব মুসহাফের ছায়াকপি থেকে শুরু করে আধুনিক ছাপার মনোরম সব সংস্করণ। থাকবে বিভিন্ন দেশের ক্যালিগ্রাফি স্টাইল, ব্রেইল ও অনুবাদভিত্তিক কুরআন, শিশুদের শিক্ষার জন্য ব্যবহৃত কুরআনিক ম্যাটেরিয়াল, এবং ডিজিটাল কুরআনের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে। পাশাপাশি থাকবে কুরআন সংরক্ষণ ও প্রকাশনার ইতিহাস তুলে ধরার জন্য ইনফোগ্রাফিক ও ভিডিও প্রদর্শনী। দর্শনার্থীরা দেখতে পাবেন কিভাবে যুগে যুগে আল্লাহর কালামকে রক্ষা, সংরক্ষণ ও প্রচারের জন্য মুসলিম উম্মাহ মেহনত করে এসেছে। এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো, উম্মাহর মাঝে কুরআনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও অধ্যয়নের অনুপ্রেরণা জাগিয়ে তোলা।
যদি আপনার কাছে কোনো প্রাচীন, দুষ্প্রাপ্য, বিদেশি সংস্করণ বা বিশেষভাবে সংরক্ষিত কুরআনের মুসহাফ থেকে থাকে, তাহলে আপনি সেটার মাধ্যমে আমাদের “কুরআন এক্সিবিশন”-এর অংশ হতে পারেন।
ইনবাতিয়ানদের আয়োজন
‘তারতীলুল কুরআন প্রতিযোগিতা’ সকলের জন্য উন্মুক্ত। ইনবাতিয়ানদের জন্য তো এই সুযোগ থাকছেই। অংশগ্রহণ করতে হলে এখনই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: inbaat.group/tarteelul-quran-competition
অনুষ্ঠানে বিভিন্ন পর্বের ফাঁকে শিক্ষার্থীরা তাদের মনোমুগ্ধকর নাশিদ ও হৃদয়স্পর্শী কবিতা পরিবেশন করতে পারবে। নারী ও পুরুষ উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনকে এই সুযোগ প্রদান করা হবে। ইচ্ছুক শিক্ষার্থীরা এখনই রেজিস্ট্রেশন করুন এবং নিজেদের প্রতিভা তুলে ধরুন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনার জন্য নারী ও পুরুষ হতে দুইজন করে, মোট চারজন সঞ্চালক নির্বাচন করা হবে। নির্বাচিতদের জন্য একটি সংক্ষিপ্ত ট্রেইনিং সেশন আয়োজন করা হবে। অংশগ্রহণকারীদের অবশ্যই স্পষ্টভাষী ও আত্মবিশ্বাসী হতে হবে। ইচ্ছুকরা এখনই রেজিস্ট্রেশন করুন।
কুরআন প্রজেক্টে মূলত শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এক্সিবিশন সজ্জায়ন, দেয়ালিকা প্রস্তুত, রেপ্লিকা পাণ্ডুলিপি নির্মাণ, ও ঐতিহাসিক কুরআনিক উপস্থাপনাগুলোর কাজ করবে। এই মহৎ কাজে যুক্ত থেকে ইনশাআল্লাহ সবাই কুরআনের সেবায় অংশগ্রহণের সওয়াবের ভাগীদার হতে পারবেন। ইচ্ছুক শিক্ষার্থীরা এখনই রেজিস্ট্রেশন করুন।
পুরো অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নারী-পুরুষ মিলিয়ে অন্তত ২০ জন স্বেচ্ছাসেবী প্রয়োজন। যারা কুরআনের এই মহৎ আয়োজনের অংশীদার হতে চান, তারা রেজিস্ট্রেশন করে আমাদের টিমে যুক্ত হতে পারেন।
শিশুদের জন্য প্লে-জোন
অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী মায়েদের জন্য রয়েছে বিশেষ সুযোগ — তাঁরা তাঁদের সন্তানসহ অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন। শিশুদের জন্য থাকবে একটি নিরাপদ ও আনন্দময় প্লে-জোন, যেখানে থাকবে আমাদের প্রশিক্ষিত নারী ভলান্টিয়ারদের পূর্ণ তত্ত্বাবধান। শিশুরা সেখানে খেলাধুলা, গল্প ও সৃজনশীল কার্যক্রমে অংশ নিতে পারবে, আর মায়েরা নিশ্চিন্ত মনে কনফারেন্সের মূল আয়োজন উপভোগ করতে পারবেন। ইনশাআল্লাহ, এটি হবে পুরো পরিবারের জন্য এক শান্তিময় ও উপভোগ্য পরিবেশ।





