অন্তরগুলোতে হোক ঈমানের অঙ্কুরোদ্গম
দীনের জ্ঞান বীজের মতো, যা যত্ন পেলে অঙ্কুরিত হয়, বেড়ে ওঠে আর ঈমানের ফুল ফোটায়।
অন্তরগুলোতে হোক ঈমানের অঙ্কুরোদ্গম
দীনের জ্ঞান বীজের মতো, যা যত্ন পেলে অঙ্কুরিত হয়, বেড়ে ওঠে আর ঈমানের ফুল ফোটায়।
অন্তরগুলোতে হোক ঈমানের অঙ্কুরোদ্গম
দীনের জ্ঞান বীজের মতো, যা যত্ন পেলে অঙ্কুরিত হয়, বেড়ে ওঠে আর ঈমানের ফুল ফোটায়।
আমাদের সম্পর্কে
সালটা ২০২০। মার্চের শেষদিকে দেশে শুরু হয় লকডাউন। কোটি কোটি মানুষ ঘরবন্দি হয়ে পড়ে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে। এ যেন ছিল রবের পক্ষ থেকে আপন নীড়ে ফিরে আসার এক বিশেষ বার্তা। নিঃসন্দেহে এমন অবসর সময় আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত, যদি সেটিকে সঠিকভাবে কাজে লাগানো যায়।
কিন্তু বাস্তবতা হলো, হাতের মুঠোফোন তো সময় নষ্ট করার মেশিন। অথচ এই প্রযুক্তিকে যদি ভালো কাজে ব্যবহার করা যেত তাহলে তা হতো এক বড় অর্জন। ঘরে বসে বসে ফোন গুতিয়ে সময়গুলো অলসতার সাথে ব্যয় না করে মানুষগুলো যদি কুরআনের তিলাওয়াতটা শুধরে নিতে সচেষ্ট হতো তাহলে তা কতই না উত্তম হতো। কিন্তু সরাসরি শিক্ষকের কাছে যাওয়া সেই লকডাউনে সম্ভব ছিল না। তখনই ভাবোদয় হলো যে, অনলাইনের সদ্ব্যবহারের এখনই মোক্ষম সময়। সেই ভাবনা থেকেই ইনবাতের পথচলা শুরু।
আজ, পাঁচ বছর পেরিয়ে ইনবাত আজ এক বটবৃক্ষের মতো দাঁড়িয়ে জ্ঞানের ছায়া দিয়ে যাচ্ছে হাজারো শিক্ষার্থীর মাঝে। শুধু একটি একাডেমি নয়, সময়ের সাথে ইনবাত গ্রুপের অধীনে গড়ে উঠেছে একাধিক শাখা ও প্রকল্প উম্মাহর খেদমতের লক্ষ্যে।
যদিও আমাদের কার্যক্রমের মূলভিত্তি হলো কুরআনের তাজউইদ শিক্ষা, তবে এর বাইরেও রয়েছে নানা উদ্যোগ। এর মধ্যে আছে:
অনলাইন একাডেমীর মাধ্যমে প্রয়োজনীয় ইলম শিক্ষা
গুরুত্বপূর্ণ ইসলামী বই প্রকাশনা
দাতব্য প্রকল্পের মাধ্যমে অতি সাধারণদের নিকট দ্বীনের কাজ ছড়িয়ে দেয়া
রুকইয়া ও হিজামা সেবা
ইসলামী মনোবিজ্ঞানভিত্তিক সহায়তা ইত্যাদি
আমরা কাজ করি উম্মাহর কল্যাণে, উম্মাহর ঐক্যের উদ্দেশ্যে। তাই ইনবাতের দরজা সবার জন্য উন্মুক্ত। আমাদের লক্ষ্য হতে প্রতিটি ঘরে ঘরে কুরআনের নূর পৌছে দেয়া, যাতে প্রতিটি অন্তরে হয় ঈমানের অঙ্কুরোদ্গম
কোর্সসমূহ
কুরআনের তাদাব্বুর কোর্স
উস্তায আব্দুল্লাহ ইবনে জাফরতাজউইদ লং কোর্স
উস্তায আব্দুল্লাহ ইবনে জাফরখাতমুল-কুরআন কোর্স
একাধিক উস্তায/উস্তাযাহর তত্ত্বাবধানেকুরআনের তাদাব্বুর কোর্স
উস্তায আব্দুল্লাহ ইবনে জাফরতাজউইদ লং কোর্স
উস্তায আব্দুল্লাহ ইবনে জাফরখাতমুল-কুরআন কোর্স
একাধিক উস্তায/উস্তাযাহর তত্ত্বাবধানেআমাদের চালিকাশক্তি


আমাদের চালিকাশক্তি



সর্বমোট শিক্ষার্থী

সর্বমোট কোর্স ও ব্যাচ

সর্বমোট শিক্ষক/শিক্ষিকা
শিক্ষার্থীদের অনুভূতি

উস্তাদ অনেক ভালো পড়ান। অনেক সময় নিয়ে সহজ, সাবলীল ভাষায় দারস করান আলহামদুলিল্লাহ। দারস শেষে সকলের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়। যতক্ষণ না সবার প্রশ্ন করা শেষ হচ্ছে ততক্ষণ উস্তাদ দারস থেকে লিভ নেন না। উস্তাযাহ অনেক আন্তরিক, অনেক ব্যস্তাতার মাঝেও আমাদের সময় দেন পড়া শোনেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ । মাশক ক্লাসে মুক্বরিরাহ আপুরাও পড়ার ব্যাপারে অনেক যত্নবান। মাশক ক্লাসে মুক্বারিরাহ আপুরা অনেক যত্নসহকারে আমাদের পড়া শোনেন, সঠিক সময়ে পড়া না দিতে পারলেও তারা কষ্ট করে দ্বিতীয়বার শোনেন। আল্লাহ তাআলা তাদের খেদমত গুলো কবুল করুন, আমিন। কোর্স প্লান মাশাআল্লাহ অনেক ভালো ছিল। উস্তাদ বলেছিলেন আমাদের একেকটা দারস একেকটা তাজবিহ তাই কোর্স টি তে দারস সংখ্যা ৩৩টি। আসলেই আমাদের দারস গুলো একেকটা তাসবিহ ছিল।

লাইভ দারসের ব্যাপারটা ভালো লেগেছে। লাইভ হওয়ায় কোন কনফিউশন থাকলে তখনই জেনে নিতে পারতাম, ক্লাসেও আগ্রহ থাকত। এজন্য পড়া ফেলে রেখে পরীক্ষার আগে সব দেখে নিব এমনটা হয়নি। মোডারেটর আপু অনেক হেল্পফুল ছিলো মা শা আল্লাহ। কোনো কিছু না বুঝলে উস্তায বিরক্ত না হয়ে বারবার বুঝিয়ে দিতেন, তাই যেকোন বিষয়ে না বুঝলেও বারবার জিজ্ঞেস করে জেনে নিতে পারতাম। উনি খুবই আন্তরিক ছিলেন মা শা আল্লাহ। উস্তাযাহও হেল্প করতেন। যখনই নক দিতাম উনাকে পেতাম। উনার অমায়িক ব্যবহারের কারণে কোনো কনফিউশনে জিজ্ঞেস করতে ভয় লাগত না। আলহামদুলিল্লাহ, পুরো কোর্সটিই ভালো লেগেছে। বিশেষ করে ইতিহাস পার্টটা আমার পছন্দের ছিলো। অনেক অনেক কিছু জানতে পেরেছি এই অংশটুকু ইনক্লুড ছিলো বলে। এজন্য উস্তাযকে জাযাকাল্লাহ। সবাই শুধু থিওরি পড়ায় কিন্তু ইতিহাসের বিষয়ে জানাটাও জরুরি আমি মনে করি। যা ইনবাতে ছিলো আলহামদুলিল্লাহ।

উস্তাযের ব্যবহার, পড়ানোর স্টাইল খুবই ভালো লেগেছে। প্রতিটি দারসের টপিক গুলো একেবারে ধরে ধরে বুঝান। কোনো প্রশ্ন থাকলে খুব গোছানো ভাবে উত্তর দেন। কোর্স প্লান খুব ভালো ভাবেই সাজানো হয়েছে। লিখিত পরিক্ষা নেওয়ার মাধ্যমটা ভালো লেগেছে। মাশকের দারস/ক্লাস গুলো দারুন ছিল। নিজেকে যাচাই করার জন্য খুব হেল্পফুল ছিলো ক্লাস গুলো। নিজের কোথায় ভুল হচ্ছে মাশক ক্লাসের মাধ্যমে সহজেই বোঝা যায়। এডমিনদের ব্যবহারও খুবই আন্তরিক।

আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে সব সার্ভিস দেয়া হয়। এতো স্বল্প মূল্যে এতো মানসম্পন্ন মূল্যবান শিক্ষা খুব কম জায়গায়ই দেয়া হয়। আল্লাহ কবুল করবেন ইন শা আল্লাহ। উস্তায যথাসাধ্যভাবে আমাদের সাহায্য করে গেছেন। এতো দায়িত্ব পালন করলেও তাঁর চেষ্টার কোনো কমতি ছিলো না। অনেক সুন্দর ভাবে সব বিষয় আমাদের বুঝিয়ে দিয়েছেন।